নীলআমারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ মিলেছে। এ সময় স্থানীয়রা নুর আমিন (৩৫) নামের ওই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর পৌরসভার হাওয়ালদার পাড়ায়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আকবর আলীর ছেলে নুর আমিন। সে শহরের হাওয়ালদার পাড়ায় বাসা ভাড়া নিয়ে রিকশা চালায়। ওইদিন সন্ধ্যায় ৬ বছরের শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এদিকে ভুক্তভোগী শিশুটির মা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানায়। সন্দেহজনক ভাবে নুর আমিনের বাসায় খুঁজতে গিয়ে শিশুটিকে তারা দেখতে পায়। এ সময় বখাটে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যাক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষনের চেষ্টার মামলা হয়েছে। শিশুটির বাবা নিজে ওই মামলার বাদী হয়েছেন। আমরা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি।