ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসৌদি আরব যেতে ইচ্ছুক ড্রাইভারদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

সৌদি আরব যেতে ইচ্ছুক ড্রাইভারদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

নিউজ ডেস্ক : বর্তমানে সৌদি আরবে বাসচালক, ট্রাকচালক, ভারী ট্রাকচালক ও ট্রেলার ট্রাক চালকদের চাহিদা রয়েছে। এসভিপি এর আওতায় সৌদি আরব গমনেচ্ছু চালকদের দেশটিতে গমনের পূর্বে দক্ষতা যাচাই করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

গাজীপুরস্থ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট এ দক্ষতা যাচাইয়ের কাজটি করবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের পরিবহন ভবনের সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’র (বিআরটিসি) মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বর্তমানে বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৪টি পেশায় উক্ত দক্ষতা যাচাই করা হচ্ছে। বিএমইটির সাথে তাকামল’র এই কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সেই অনুযায়ী বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কর্মীগণ দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ হতে সৌদি আরবে গমন করছে। ইতোমধ্যে ১২ হাজারের অধিক কর্মী এসভিপি এর মাধ্যমে সৌদি আরবে গমন করেছে।

চাহিদা বিবেচনায় সৌদি আরবস্থ মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর তাকামল’র আওতায় স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রাম (এসভিপি) এর মাধ্যমে বাংলাদেশ হতে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে প্রেরণ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular