নিউজ ডেস্ক: শনিবার জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে অনুষ্ঠিত বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন কেদ্রীয় কমিটির দ্বি -বার্ষিকী সম্মেলনে শ্রমিক নেতা অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, বিগত ১৬ বছরে আমাদের সংগঠনের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যে কয়টি নির্বাচন হয়েছে, তাও রাতের আঁধারে গোপনে। এবার নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন দ্বারা।
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান ভূইয়া সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আদ দফা দাবি পেশ করে বলেন, আমরা দীর্ঘদিন একটি শাসক শ্রেণীর কবলে থেকে শ্রমিকের ন্যায্য দাবি আদায় করতে পারেনি। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে ঐক্যের বিকল্প নেই।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান
সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসতেম বাদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি লস্কর মো, তসলিম, কবির আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুল রহমান প্রমুখ।