নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় মোবাইল ফোন চুরি কৃত উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গত মঙ্গলবার একটি হারানো মোবাইল জিডি মূলে এএসআই মামুন কর্তৃক উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
পুলিশ সূত্র, লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল মোঃ জামিলুল হক, পিপিএম এবং রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার সাবির্ক দিক-নির্দেশনায় রামগঞ্জ থানার এসআই/ছাব্বীর হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া মোবাইল ফোন।