ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআটোয়ারীতে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

আটোয়ারীতে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

মোঃ ইউসুফ আলী , আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসের সামনে ফেস্টুন সহ রঙ্গিণ বেলুন উড্ডয়নের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার

মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন। সহকারী কমিশনার ভূমি (অ:দা:) এস.এম. ফুয়াদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ভূমি সংক্রান্ত জটিলতা ও নিরসন নিয়ে স্বাগত বক্তব্য দেন। তার সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম।

ভূমি সংক্রান্ত জটিলতা সম্পর্কে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান,আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি এস.এম.ফুয়াদ বলেন, আজ রবিবার ২৫ মে থেকে আগামী মঙ্গলবার ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপি মেলা চলবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ভূমি মালিক,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, সুধিজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular