ঢাকা  রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকলা উৎকোচ নেওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি

কলা উৎকোচ নেওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক: কাজ করে দেওয়ার জন্য পাকা কলা খাওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ নির্দেশনা দেন।

অভিযোগকারী রুস্তম আলীর দাবি, তার কাছ থেকে পাকা কলা ছাড়াও ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই কর্মকর্তা। এরপর আরো ৬ লাখ টাকা দাবি করেছিলেন। যা না দেয়ায় তার নামের জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন।

শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, দুদক দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবে এটা প্রত্যাশিত না। তবে কমানো যাবে। আমরা শুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না। আমি দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততা তৈরি করছি। এতে দুর্নীতি কমানো সম্ভব হবে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দফতরের ৭৫টি অভিযোগের ওপর শুনানি গ্রহণ করা হয়। পরে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular