বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চার্জ দেওয়ার সময় গাড়ীতে বিদ্যুৎ সংযোগ ছিল। তোফায়েল অটোরিকশা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, এখনো পর্যন্ত কোনো তথ্য পাননি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।