ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কিশোগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ভাই।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুরা সন্ধ্যায় খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নাজমুল হাসানকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই এই তিন শিশুর মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিন শিশুর মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular