সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী): রাজশাহীর তানোর পৌর শহরের বরেন্দ্র অঞ্চলে আল মদিনা সীডস কোল্ড স্টোরেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা আহমেদ (১৯) নামের এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা তানোর উপজেলার চাঁন্দুড়িয়া রাতৈল গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আল মদিনা সীডস কোল্ড স্টোরেজে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
সহকর্মী ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানান, বিকেলে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রানা আহমেদ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।