ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ডা.হাদীর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

গফরগাঁওয়ে ডা.হাদীর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের
গফরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (সাবেক পিজি হাসপাতাল) প্রফেসর ডাঃ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার শিলাসী নিজ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত ডা. এম এ হাদীর বাড়িতে শুক্রবার দিনভর
বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রফেসর ডা. এম. এ হাদীর ১৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বিশেষ এই স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করা হয়। শুক্রবার বাদ জুম’আ মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশের খ্যাতিমান চিকিৎসকগণ দু:স্থ অসহায় ও সর্বস্তরের নয় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের পরিচালক মো. দেলোয়ার হোসেন স্বাস্থ্য ক্যাম্পের বিষয়ে জানান, সাবেক ভিসি প্রয়াত প্রফেসর ডা. হাদীর দুইজন ছেলে খ্যাতিমান চিকিৎসক। তারা প্রবাসে থেকে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন। এই স্বাস্থ্য ক্যাম্পটি আগামী দিনে সমৃদ্ধ হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular