গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফাতাহ খান।
শনিবার উপজেলার রাওনা,যশরা, বারবারিয়া ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই প্রচারণা চালান।
এসময় তিনি বিভিন্ন হাট-বাজার,স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসহ উপস্থিত জনসাধারণের মাঝে রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ,পথসভা ও গণসংযোগ করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গফরগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফাতাহ খান বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে পৌরসভা থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে লিফলেটসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি।
একই সাথে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমূক্ত জনপদ হিসেবে গফরগাঁওকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।
লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
পাগলা থানা বিএনপির সাবেক সদস্যআমির উদ্দিন,শাহ নেওয়াজ কবীর বাচ্চু, আমির হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম,শ্রমিকদল নেতা শরীফ আহমেদ
পাগলা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সুখেন আকন্দ,সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহেদুল ইসলাম সেলিম আহমেদ প্রমুখ।




