গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের একদিন পর দুলাল মিয়া (৫৫)নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩অক্টোবর) দুপুরে পাগলা থানা পুলিশ টাঙ্গাব ইউনিয়ের বারইহাটি বটতলা পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে মৃত চাঁন মিয়ার বড় ছেলে দুলাল মিয়া খেতের কচুরিপনা পরিষ্কার করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার দুপুরে স্থানীয় লোকজন খেতের পানিতে দুলাল মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পাগলা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস আলম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




