গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জাকির হোসেন (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আব্দুল লতিফ (৬০), শিরিনা খাতুন (৪২) ও বাদল মিয়া (৪৮) নামে আরো তিন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গফরগাঁও পৌরসভার শিলাসী রেললাইন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জাকির হোসেনের বাড়ি উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসুটিয়া এলাকা থেকে গফরগাঁও বাজারে যাওয়ার পথে শিলাসী রেলক্রসিং এর কাছে যাত্রীবাহী একটি ব্যাটারীচালিত অটোরিকশা উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জাকির হোসেনের অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থার অবনতি ঘটে।
পরে স্বজনরা তাকে ময়মনসিংহ নেওয়ার পথে মারা গেছেন। ‘