ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গৌরীপুরে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই আন্দোলনে গৌরীপুরের শহীদ তিন পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা।

বুধবার (০৪ জুন) প্রেসক্লাব মিলনায়তনে গত ২০জুলাই উপজেলার কলতাপাড়ায় শহীদ হন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র বিপ্লব হাসান, মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা মো. আবু ইউসুফ। শহিদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহিদ জোবায়েরের পিতা মাওলানা মো. আনোয়ার উদ্দিন, শহিদ বিপ্লব হাসানের পিতা মো. বাবুল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, পৌর জামায়াত ইসলামীর সভাপতি মুহাম্মদ আব্দুন নুর, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও মিডিয়া সম্পাদক আব্দুল বারী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular