ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডচাকসুতে মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

চাকসুতে মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচন। সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষনীয়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হয় ৫টি ব্যালট। ওএমআর শিটে বৃত্ত ভরাটের মাধ্যামে ভোটাররা বেছে নেন তাদের যোগ্য প্রার্থীদের।

ভোটারদের সুবিধার জন্য রাখা হয়েছে আলাদা আলাদা ৫টি স্বচ্ছ ব্যালট বাক্স।

চাকসুতে এবার কেন্দ্রীয় সংসদ, হল সংসদে ৪০ পদের বিপরীতে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন ৯০৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে চাকসুতে রয়েছে ২৬ পদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। এর আগে ১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৮১, ১৯৯০ সাল পর্যন্ত মোট ছয়বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বমোট ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন ভোটকক্ষ ছাড়া বাকি সব জায়গায় রয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রের সামনে এলইডি স্ক্রিন রয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি পরিস্থিতি দেখতে পারছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular