ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিহতের পর, আহত কর্মীরও মৃত্যু

ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিহতের পর, আহত কর্মীরও মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই নেতাকর্মীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদল কর্মী মো. তামিম বিল্লার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার একই ঘটনায় প্রাণ হারান চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে তাদের ওপর হামলার ঘটনা ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অপি দাশের মৃত্যু হয়। এরপর তামিম বিল্লা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ বুধবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত থাকায় আবসার উদ্দিন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশপাশে সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ছুরিকাঘাতে অপিকে হত্যার পর আবসার নিজেও আহত হন। এরপর হাটাহাজারীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। ওই ক্লিনিক থেকে আবসারকে আটক করে পুলিশ।

ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতেছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতে
এসব তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছুরিকাঘাতে অপি দাশ নিহত হয়েছিলেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তামিমেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular