ঢাকা  শনিবার, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহে অপবাদ দেন আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে তর্ক হয়। তর্কের একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে আয়েশা বেগম সালামকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী থানার ওসি আ.স. ম. আব্দুন নূর বলেন, নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular