ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজাতীয় গোল্ডকাপ ফুটবলে ঝিকরগাছা বালিকা দল চ্যাম্পিয়ন

জাতীয় গোল্ডকাপ ফুটবলে ঝিকরগাছা বালিকা দল চ্যাম্পিয়ন

তারিক মোহাম্মদ,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বালিকা ফুটবলদল অনুর্ধ্ব-১৭ যশোর জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় যশোর শামছুল হুদা স্টেডিয়ামে ঝিকরগাছা বনাম শার্শা উপজেলা অনুর্ধ্ব-১৭ বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয়ার্ধ্বে ঝিকরগাছা উপজেলা দলের ৯নং জার্সি পরিহিত কেয়া খাতুন একটি গোল করে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ঝিকরগাছা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ঝিকরগাছা দলের সুস্মিতা রায় ও সেরা খেলায়ার নুরজাহান নির্বাচিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান, ঝিকরগাছা উপজেলা জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মাঈদুল ইসলাম, ঝিকরগাছা স্পোটস্ ক্লাবের আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক (কোচ) মোস্তাফিজুর রহমান মুন্না, সাবেক ফুটবলার কৃষ্ণপদ পাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular