ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাজাবি ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের শহীদ তাজুল বাইক সার্ভিস

জাবি ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের শহীদ তাজুল বাইক সার্ভিস

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’ সেবা চালু করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশ । পরীক্ষার প্রথমদিন থেকেই চলমান রয়েছে এ সেবা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা যায় ছাত্র ইউনিয়ন সংসদের আলিফ-ইমন অংশ যানযটের কারনে যথাসময়ে সেন্টারে পৌছাতে না পারা শিক্ষার্থীদের জন্য চালু করেছেন শহীদ তাজুল বাইক সার্ভিস। দূর দূরন্ত থেকে আসা শিক্ষার্থীদেরকে জরুরী মুহূর্তে বাইক সার্ভিস দিচ্ছে যা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অন্যতম ভূমিকা পালন করছে।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সাধারন সম্পাদক ইমন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে নিজেদের সাধ্যমত থাকার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আমরা অভিভাবক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্রাম করার জায়গা এবং পানীয় ব্যবস্থা করেছে। এবং যানজটে আটকা পড়ে দেরিতে আসা শিক্ষার্থীদের ইমারজেন্সি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য শহীদ তাজুল বাইক সার্ভিস এর ব্যবস্থা করেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular