জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের উপর গণফোরাম সংবাদ সম্মেলন করেছে।অদ্য ১লা নভেম্বর শনিবার বিকালে গণফোরামের পল্টনস্হ প্রধান কার্যালনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী বলেছেন ঐক্যমত্য কমিশন ও ইউনুস সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে।গণফোরাম মুক্তিযুদ্ধ ও ৭২’র সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিলো।তিনি আর বলেন-নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট এক সাথে করতে হবে।এবং দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামাতকে বাদ দিয়ে হলেও সকল দল ঐক্যবন্ধ ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবে।কারণ জামাত বার বার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়।
সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান বলেছেন আমরা একটি বছর ঐক্যমত্য কমিশনকে জুলাই সনদ তৈরীতে সময় দিয়েছি ও শর্তসাপেক্ষে সনদে সাক্ষরও করেছি।কিন্তু দেশবাসীকে হতাশ করে তারা চুড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেয়নি।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন গণফোরামের সভাপতি মন্ডলির সদস্য এড.একেএম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, এড.সেলিম আকবর, এড.সুরাইয়া বেগম, শাহ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, আন্তর্জাতিক সম্পাদক এড.গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মো: আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক এড.সানজিদ রহমান শুভ, মহিলা বিষয়ক সম্পাদক খনিয়া খানম ববি, মহিলা গণফোরামের আহবায়ক এড.সাগরিকা ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।




