ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ৫ আগস্ট জাতীয় ছুটির দিন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ৫ আগস্ট জাতীয় ছুটির দিন

নিউজ ডেস্ক : এ বছর বাংলাদেশে ৫ আগস্ট ২০২৫ হতে যাচ্ছে “জুলাই গণ‑অভ্যুত্থান দিবস” নামে পরিচিত থাকবে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে এ দিনকে বার্ষিক জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।

এরপর সুপ্রিম কোর্ট প্রশাসন ২৯ জুলাই দুইটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালত—উভয় বিভাগ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ৫ আগস্ট বন্ধ থাকবে, যেহেতু এ দিনকে সরকারি ছুটির আওতায় নেয়া হয়েছে। যা ২০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ২০২৫ তারিখ এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক এই দিনে ছুটির আওতায় থাকবে।

প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular