নিউজ ডেস্ক : রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আরএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে ফাইজা সম্প্রতি রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করেন এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে উস্কানিমূলক ভিডিও প্রকাশ করেন।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
গোয়েন্দা পুলিশ জানায়, তদন্তে দেখা গেছে ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষেও বিভিন্ন প্রচারণামূলক পোস্ট শেয়ার করতেন এবং অনলাইন প্ল্যাটফর্মে কয়েকটি গ্রুপ পরিচালনা করতেন।
তথ্য পেয়ে গত ২৭ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ




