ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর

জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুপারিশ হস্তান্তর করেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি সরকার ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও অনুমোদনের জন্য সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে।

প্রধান উপদেষ্টাকে প্রধান করে গঠিত কমিশনের সদস্য হিসেবে ছিলেন সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা।

কমিশনের মূল দায়িত্ব ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের কর্মকাণ্ডসংক্রান্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular