ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধটঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় হৃদয় (২৯) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার এক নম্বর ব্লকের হানিফ মিয়ার ছেলে। হৃদয় পেশায় একজন গাড়িচালক। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেন।

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সংঘর্ষের ঘটনায় অন্যান্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর এরশাদনগর এলাকার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষের সমর্থকেরা কামরুল অন্য পক্ষের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular