নিউজ ডেস্ক : টেলিভিশন ও চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি (সিজার) সমস্যায় ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রথম পর্যায়ে সেখানে প্রাথমিক চিকিৎসা চলার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা এখন তাকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। হাসান মাসুদের স্ত্রী সানজিদা শিমুল জানায়, অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা গেলেও তিনি আপাতত ঘরে ফিরতে পারছেন না।
চিকিৎসকরা বলেছেন, এটি স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত সঞ্চালনের সমস্যা) নয়—তবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা ধরা পড়েছে এবং সেগুলো নির্ণয়ের পরিপ্রেক্ষিতে উপযুক্ত চিকিৎসা চলবে।
সানজিদা শিমুল বলেন, “বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে। এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না।”
চিকিৎসকেরা প্রাথমিকভাবে এক মত দিয়েছেন যে হাসান মাসুদকে পুরোপুরি নিশ্চিত করতে ও জটিলতা পর্যবেক্ষণের জন্য ৭–৮ দিন হাসপাতালের তত্ত্বাবধানে রাখতে হবে; এরপর ব্যক্তিগত অবস্থার উন্নতি ও পরীক্ষার ফলের ভিত্তিতে বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রাসঙ্গিক চিকিৎসা এগোচ্ছে।
জনপ্রিয় অভিনেতা হিসেবে হাসান মাসুদ একসময় ধারাবাহিক নাটকে ধারাবাহিকভাবে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন; তিনি বড় পর্দায়ও কাজ করেছেন।
গত কয়েক বছর তিনি তুলনামূলকভাবে ভিন্ন প্রকল্পে কম দেখা গেলেও সম্প্রতি নতুন এক ধারাবাহিকে তার কাজ শুরু হওয়ার খবর পাওয়া যায়, যা বিনোদনাঙ্গনে ফের তাঁর সক্রিয়তা বোঝায়।
প্রতিবছর এমন ক্ষেত্রে চিকিৎসা ও পর্যবেক্ষণের গুরুত্ব উঠে আসে—শারীরিক কোনো অনিশ্চয়তা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে পর্যবেক্ষণ অপরিহার্য।
হাসান মাসুদের সর্বশেষ চিকিৎসা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পরিবারের তরফে আর হাসপাতাল থেকেও ভবিষ্যতে আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকানিউজ২৪/মহফ




