ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধতেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানাধীন তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মহসিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর আর্মি ক্যাম্প (অজেয় চার)-এর একটি টহল দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, তেজকুনি পাড়ার অ্যাসিউরেন্স হাই স্কুলের একটি স্টোররুমে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেনা টহল দলটি সেখানে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে স্টোররুম থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মহসিনকে আটক করা হয়।

পরবর্তীতে আটক মহসিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিকটবর্তী তার বাসায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। সেখানে বাড়ির মূল দরজার পাশে থাকা একটি ডাস্টবিনে লুকানো অবস্থায় আরও ৬৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ১,৩৩৬ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৬ হাজার ৪০০ টাকা, তিনটি মোবাইল ফোন, তিনটি এক লাখ টাকার চেক এবং একটি ১০ লাখ টাকার আলামত (এফডিআর) চেক জব্দ করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথ আইনগত প্রক্রিয়ার জন্য তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার এসআই বাদশা যুগান্তর-কে বলেন, “সেনাবাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ এক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular