ঢাকা  শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বৈঠক : প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বৈঠক : প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি জানান।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের জন্য তাদের প্রস্তুতির আপডেট প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন থাকবে প্রায় ৯০ হাজার সেনাসদস্য, নৌবাহিনীর আড়াই হাজার (২,৫০০) সদস্য এবং বিমানবাহিনীর দেড় হাজার (১,৫০০) সদস্য। পার্শ্ববর্তী প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েন রাখার সুপারিশ/ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকের সময় আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী পর্যবেক্ষণ সংক্রান্ত কার্যক্রমসমূহের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া তিন বাহিনী প্রধানরা ২১ নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন সম্পর্কে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। কর্তৃপক্ষ জানান—নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সামরিক নেতৃত্বের সমন্বিত ভূমিকা চালু থাকবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular