দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ১-১ এ সিরিজ সমতায় এনেছে স্বাগতিকরা।
লাহোরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ ৪ ও সালমান মির্জা নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সাইম আউবের ৪১ বলে ৭৮ রানের হার না মানা ইনিংসে ৪১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
১৮ বলে অপরাজিত ১১ রানের ইনিংসের পথে বিশ্ব রেকর্ড গড়েন বাবর আজম। রোহিত শর্মাকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ৪ হাজার ২৩৪ রানের রেকর্ড নিজের করে নেন সাবেক পাকিস্তান অধিনায়ক।




