সিনিয়র রিপোর্টার: জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে ৬৪ জেলায় ৬৪টি খাল পরিস্কার করার কার্যক্রম গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার ২৭ অক্টোবর মতিঝিল যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকা জেলাধীন যুব সংগঠক, উদ্যোক্তা, প্রশিক্ষনার্থী আত্মকর্মীদের অংশগ্রহনে খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে মতবিনিয় সভায় এসব কথা জানায় যুব উন্নয়ন অধিদপ্তর।
আগামী প্রজন্মকে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়াসহ সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে দেশের প্রতি জেলায় একটি করে অপরিচ্ছন্ন খাল/জলাশয় পরিছন্নতা কর্মসূচি পালন করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহিদী জানান, স্বাধীনতার পর এবারই প্রথম যুব দিবসে ব্যতিক্রমী কর্মসূচি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী প্রজন্মকে একটি সুস্থ ও পরিচ্ছন্ন জাতি উপহার দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি জেলার একটি করে অপরিচ্ছন্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যুব-ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনতাকে এই কর্মসূচিতে অংশ নিয়ে সফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনে ১-১৫ নভেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলায় ৬৪টি খাল/জলাশয় পরিচ্ছন্ন করা হবে।
এর মধ্যে ঢাকা জেলার রামপুরা ব্রিজ থেকে বালু নদী পর্যন্ত ৬ কিলোমিটার খালের কচুরিপনা, ময়লা, আবর্জনা, পলিথিন ইত্যাদি পরিষ্কার করা হবে। এই কর্মসূচিতে বিভিন্ন যুব সংগঠন, প্রশিক্ষণার্থী, স্বেচ্ছাসেবী, ছাত্র-জনতা, স্থানীয় সরকার প্রশাসন- অধিবাসী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা অংশগ্রহণ করবেন।