ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনতুন সমাজ গড়তে সকলকে কাজ করার আহবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা মহাপরিচালকের

নতুন সমাজ গড়তে সকলকে কাজ করার আহবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা মহাপরিচালকের

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সকল অপশক্তি প্রতিহত করতে এবং নতুন সমাজ গড়তে সকলকে নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ একই সাথে সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৬০ লাখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে উপজেলার ৭ ইউনিয়নের দুই শতাধিক চা শ্রমিক, দুস্থ আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সুয়েটার বিতরণে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শীঘ্রই সারাদেশে উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করে দেশ ও বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন,সমাজে আমাদের যেসব দুর্দশার জায়গা আছে, অস্থিরতা আছে, অস্থিতিশীলতা আছে সেই জায়গাগুলোতে সম্মিলিতভাবে সম্মিলিত শক্তির মাধ্যমে সেগুলোকে সমাধান করার জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারি। তিনি বলেন, সমাজের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সেই ভূমিকাকে আমাদের প্রতিজ্ঞা হিসেবে নিয়ে, অঙ্গীকার হিসেবে নিয়ে আমরা আগামী মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যারা তরুণ সমাজের যারা আছেন, অন্যান্য যারা কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে চান তাদেরকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। সারাদেশের আনসার ও ভিডিপি ক্লাবগুলোকে আমার আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি।

সেই ক্লাবগুলো আর্থ সামাজিক কার্যক্রমের মূল উৎস। ওখানে আমাদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, আনসার কো-অপারেটিভ সোসাইটি এবং আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট-সবগুলো সম্মিলিতভাবে একটা নীতিমালার মাধ্যমে সম্পৃক্ত করে আপনাদের জন্যই এই বিশাল জনগোষ্ঠিকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে কাজ তা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ।

মহাপরিচালক বলেন, শীতের এই লগ্নে উত্তরাঞ্চলে আপনারা যারা থাকেন তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকেন। সেটা আমরা অনুধাবন করতে পারি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষ বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে থাকে। শীতে আপনাদের কষ্ট দ‚র্দশাগুলো লাঘব করতে আপনাদের পাশে দাড়ানোর জন্য এখানে এসেছি।

পরে তিনি নিজ হাতে দুই শতাধিক চা শ্রমিক ও দুস্থ আনসার সদস্যদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সুয়োর তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ.এস.এম সাখাওয়াৎ হোসাইন সহ বাহিনীটির সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular