ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের বার্ষিক শিক্ষাসফরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ

নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের বার্ষিক শিক্ষাসফরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ ও ল্যাবরেটরী স্কুলের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর ২২ ফেব্রুয়ারী শুক্র শনিবার দিনব্যাপী দুটি পাতা একটি কুড়ির শহর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খ্যাত মৌলভীবাজারের শমশেরনগর ক্যামিলিয়া লেকে অনুষ্ঠিত হয়েছে।

ঝমকালো গান, কবিতা, লটারী কুপন ও প্রানবন্ত চমৎকার আনন্দে ভরপুর ছিল শিক্ষা সফরটি। কলেজের অধ্যক্ষ নজির আহমদ ও পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সফরটির উপস্থাপনায় ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। সফরটিতে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সলিল বরন দাশ,সদস্য্য প্রভাষক অশোক কুমার দাশ,সদস্য্য শিক্ষানবিশ এডভোকেট সুশান্ত বৈদ্য,কলেজের প্রভাষক বিদ্যুত পাল,প্রভাষক দীপ শংকর রায়, প্রভাষক পরাগ আহমদ, প্রভাষক অপু সনাতন সহকারী শিক্ষক সজ্জিত কুমার দাশ সহকারী শিক্ষক হেপী রানী দাশ,অফিস সহায়ক রাজন দাশসহ কলেজ ও হাইস্কুলের শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে শিক্ষা সফরটি ছিল খুবই আনন্দদায়ক । পরে লটারীর কুপনের মাধ্যমে ১৫ জন্য বিজয়ীদের মধ্যে আর্কষণীয় পুরস্কার বিতরন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular