ঢাকা  শনিবার, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখনাইজেরিয়ার নোবেলজয়ী লেখকের মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বাতিল হয়েছে

নাইজেরিয়ার নোবেলজয়ী লেখকের মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বাতিল হয়েছে

নিউজ ডেস্ক :    নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক ওলে সোয়িংকারের যুক্তরাষ্ট্র ভিসা বাতিল হয়েছে—এমন তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, লাগোসের মার্কিন কনসুলেট ২৩ অক্টোবরের একটি চিঠিতে জানিয়েছে যে “অতিরিক্ত তথ্য” আবিষ্কৃত হওয়ায় তার গত বছর ইস্যুকৃত নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করতে হবে এবং সে জন্য পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

৯১ বছর বয়সী সোয়িংকার জানিয়েছেন তিনি আর যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার তাড়না অনুভব করেন না এবং পুনরায় আবেদন করবেন না।

তিনি অনুমান করেছেন যে তার সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য, বিশেষত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “শ্বেতাঙ্গ মুখে ইদি আমিন” আখ্যা দেওয়ার মতো তুলনা এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা লাগোসের কনসুলেট নির্দিষ্ট জীবন্ত কারণ নিয়ে মন্তব্য করেনি; প্রশাসন বলেছে ভিসা সম্পর্কিত তথ্য সাধারণত গোপনীয় থাকে এবং ভিসা প্রত্যাহারের ক্ষমতা আইনগতভাবে বিদ্যমান। একই সঙ্গে কূটনীতিক ও অভিবাসন বিশ্লেষকরা টেনে ধরেছেন যে ন্যূনতম ভিসা নীতি পরিবর্তন এবং সীমিত মেয়াদি/একক-এন্ট্রি নিয়মাবলীর ফলে নাইজেরিয়ায় ভিসা বিষয়ে কড়াকড়ি বেড়েছে।

সোয়িংকার ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল জয় করেন এবং দীর্ঘদিন আন্তর্জাতিক একাডেমিক ও সাহিত্যিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি ব্যক্তিগতভাবে কোনো আইনি লড়াই করার ইচ্ছা প্রকাশ করেননি, বরং এই ঘটনার মাধ্যমে মানবাধিকার ও বাকস্বাধীনতার বিষয়ে প্রকৃত রাজনৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সাহিত্য মহল ও মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনেকে এটিকে রাজনৈতিকভাবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বলে দেখতে শুরু করেছেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular