পঞ্চগড় প্রতিনিধি: বর্তমানে নীতি নৈতিকতা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় সকলেই কোন না কোন অপরাধের সাথে সংযুক্ত হয়ে পড়ছে। এমন অবস্থায় কবি সাহিত্যিকদের আবারো মানুষকে জাগিয়ে তোলার উদ্যোগ নিতে হবে বলে মনেকরেন কবি সহিত্যিকরা।
রবিবার তেঁতুলিয়ার কবি লেখক ফোরাম আয়োজিত ও ইএসডিও পরিচালিত মহানন্দা কটেজের সেমিনার কক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নীতি নৈতিকতার অধ:পতন ও কবি সাহিত্যিকদের করনীয় শির্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এবং ক্যামেলিয়া ব্যান্ড দলের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি ও সাহিত্যিক মো: সাখাওয়াৎ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রিয়াজুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, ইত্তেফাকের সাংবাদিক আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও ঘঊডঝ ২৪ এর জেলা প্রতিনিধি নাট্যকার সরকার হায়দার প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক সহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।