ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনোয়াখালীতে পশুরহাটে কৃষকের মৃত্যু

নোয়াখালীতে পশুরহাটে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুরহাটে স্ট্রোক করে কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত জাকার উল্লাহ (৫০) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড আশরাদ মিয়াজি বাড়ির বাসিন্দা।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,দুপুর দিকে জাকার পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে দুটি ছাগল নিয়ে সেনবাগের বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারের পশুরহাটে আসে। এরপর তিনি ওই পশুরহাটে একটি ছাগল বিক্রি করেন। আরেকটা ছাগল বিক্রির টাকা নেওয়ার সময় আসস্মিক বুকে ব্যথায় মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular