ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসন্ন নির্বাচনে অংশ নিতেই তিনি পদ ছাড়ছেন।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’

ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

প্রসঙ্গত, অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular