ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপাহাড়তলী থানা লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগে আসামি গ্রেপ্তার

পাহাড়তলী থানা লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগে আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো : ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত সন্দেহে মো. পারভেজকে (২৮) পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে মো. পারভেজও জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে সে তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে বলে জানায়। উক্ত অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রী বাড়ির পিছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে।

তিনি জানান, একটি আভিযানিক দলকে সাথে নিয়ে হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ির পিছনে অবস্থিত পরিত্যক্ত ভবনের পাশে অভিযান চালিয়ে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে এক-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular