পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : নিখোঁজের ১১ দিন পর রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ পান ব্যাবসায়ী হারুনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে । বুধবার সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের চৈত্রকোল বিল থেকে ভাসমান অবস্থায় পুলিশ এ লাশ উদ্ধার করে ।
পীরগঞ্জ থানা পুলিশ ও হারুনের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২২ মার্চ পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ঢোড়াকান্দর গ্রামের মৃত্য এমরান হোসেনের পুত্র পান ব্যাসায়ী হারুন মিয়া (৪০) সন্ধার পর মোটর সাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি । পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পীরগঞ্জ থানায় সাধারন ডাইরি করে । এ দিকে (২ এপ্রিল) বুধবার সকালে পীরগঞ্জ থানা পুলিশ চৈত্রকোল এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধ বিল থেকে হারুনের লাশ উদ্ধার করে । লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ লাশ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে হারুনের পরিবার ঘটনাস্থলে পৌঁছে হারুনের শরীরের শার্ট দেখে লাশ সনাক্ত করে ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক স্বয়ং ঘটনাস্থলে পৌঁছে লাশ উত্তোলন তদারকি করেন । তিনি জানান হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে জোড় প্রচেষ্টা চালানো হবে ।




