পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় একাধিক মামলা করার পরেও প্রতিপক্ষের লোকজন কৃষক আজাহার আলীর কবলাকৃত জমি জবর দখলের চেষ্টা অব্যহত রেখেছে । আর এ মামলা দায়েরের পর আজাহার প্রতিপক্ষের লোকজন কৃর্তক লোকজন কর্তৃক জীবননাশের হুমকীর কারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ।
অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাকান্দর গ্রামের আবুল হোসেন এর পুত্র আজাহার আলী বিগত ৩০/১২/১৯৯৬ ইং ৯৯৩৭ নং দলীল মুলে তাহা মিয়া, মর্জিনা খাতুন ও অরেছা খাতুনের নিকট থেকে ৬.২৫ শতক জমি ক্রয় করেন । যার মৌজা-দ্বারিকামারী, জেএল -৯৬, খতিয়ান নং-৩২ ,দাগ নং-৫৫ ও জমির পরিমান ৯৪ শতকের মধ্যে ৬.২৫ শতক । জমি ক্রয়ের পর থেকে তিনি উক্ত জমি ভোগদখল গ্রহন পুর্বক গাছ রোপন করেন ।
গত বছর দ্বারিকামারী গ্রামের মৃত্য বিলাত আলীর পুত্র আবু বক্কর ও তার লোকজন উক্ত জমি দখলের চেষ্টা করলে আজাহার পীরগঞ্জ থানায় জিডি করেন। যার নং-৭১৫। নন এফআই আর প্রসিকিউশন নং-৯৩/২৩ । এ মামলায় অভিযুক্ত ব্যাক্তিরা আদালতে মুচলেকা প্রদান করে । এ পরেও বক্কর এর লোকজন আবারও জমি দখলের চেষ্টা করলে আজাহার আলী বিজ্ঞ আদালতে একটা এনজিআর মামলা করে। যার নং-১৯৮/২৩। বিজ্ঞ আদালত গত ১৩/০২/২৪ ইং এক আদেশে আসামী আবু বক্কর সহ প্রত্যেক আসামীকে ১ বছরের জন্য ১০ হাজার টাকার মুচলেকা বন্ড দাখিল সাপেক্ষে অব্যহতি প্রদান করেন । এর পরেও চলতি সনের ৬ জুন আবু বক্করের লোকজন উক্ত জমিতে প্রবেশ করে জোড় পুর্বক লক্ষাধিক টাক মুল্যের ৪টি ইউক্যালিপটাস গাছ কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে আজাহার আলী রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন । যার সি আর নং-৩৫৯/২৪ । মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে ।
উক্ত গাছ কর্তনের পরও গত ১৯ জুন দুপুরের পুর্বে আবু বক্কর ও তার লোকজন আজাহার আলীর উক্ত জমিতে প্রবেশ করে আবারও প্রায় ৩ লাখ টাকা মুল্যের ১২ টি ইউক্যালিপটাস গাছ কর্তন পুর্বক চুরি করে নিয়ে যায় । এ ব্যাপারে আজাহার আলী পীরগঞ্জ থানায় মামলা করেন । যার নং-৩৬, তাং-২০/০৬/২৪ ,জিআর নং-২১০/২৪ । মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে । তদুপরি থেমে নেই বক্করের লোকজন । তারা আজাহার আলীর উক্ত জমি দখলের প্রচেষ্টা অব্যহত রেখেছে এবং আজাহার আলীকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিচ্ছে ।
এ জমির ব্যাপারে আজাহার আলী গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল । তাই কয়েকটি মামলা করেছি । আর কত মামলা করি ? জমিটিকে কি ভাবে রক্ষা করি ? এর পরেও বক্কর বলে বেড়াচ্ছে কত মামলা করে করুক ।



