ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরপীরগঞ্জে মাংস বিক্রেতার মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

পীরগঞ্জে মাংস বিক্রেতার মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ হাটের মাংস বিক্রেতা দরিদ্র সাদেকুল ইসলাম এর মেয়ে সাবিনা ইয়াসমিন মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়ায় ঐ গ্রাম সহ তার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা, গ্রামের সাধারণ মানুষ হাতে ফুল নিয়ে সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানানোর জন্য বাডীর গেট হতে স্কুল পর্যন্ত দাড়িয়ে থাকেন ।

স্কুলের শিক্ষকগণ সাবিনা ও তার পিতা কে সাথে নিয়ে পাঁয়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল ছিটিযয়ে সাবিনা ইয়াসমিনকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজু মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন ঐ প্রতিষ্ঠানের পরিচালক আতাউর রহমান, শিক্ষক, কামরুজ্জামান, সাংবাদিক আব্দুল হাকিম ডালিম, শিক্ষীকা রাজিয়া সুলতানা ও সাবিনা ইয়াসমিনের পিতা সাদেকুল ইসলাম।

পীরগঞ্জের অবহেলিত ও সুবিধা বঞ্চিত পল্লী সাহাপুর গ্রামের ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেন থেকে ২০২২ ইং সনে এস এস সি তে জিপিএ ফাইভ পেয়ে এবং রংপুর সরকারি কলেজ থেকে ২০২৪ ইং সনে এইচ এস সিতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন সাবিনা ইয়াসমিন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেতে রংপুরের রেটিনা কোচিং ভর্তি হন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular