ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে একটি চিঠি প্রদান করবেন—চিঠিতে আমিরাতে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির জন্য অনুরোধ জানানো হবে।

চিঠির খসড়া তৈরি করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং খসড়া শেষে এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আমিরাতে বিক্ষোভের সময় কয়েক দফায় আটক করা হয় বাংলাদেশি নাগরিকদের; সেখানে বিভিন্ন সময়ে মামলা ও ধারাগুলো চালিয়ে যাওয়া হয়েছিল, এবং গত বছরের ২২ জুলাই আমিরাতের আদালত ৫৭ জনের উপর দণ্ডাদেশ দেয়—তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড করা হয়েছিল। পরে রাষ্ট্রপতি ওই ৫৭ জনকে ক্ষমা করে দেন।

বর্তমান পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে—আইনি ও কূটনৈতিকভাবে মুক্তির চেষ্টা অব্যাহত আছে; এ বছরের মধ্যে ইতোমধ্যেই ১৮৮ জন বন্দি মুক্ত হয়ে দেশে ফিরেছেন এবং এখনও প্রক্রিয়াধীন হিসেবে রয়েছে প্রায় ২৫ জন বন্দি, যাদের দ্রুত ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

একই সঙ্গে দূতাবাস, আইনজীবী নিয়োগ ও আমিরাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এপ্রিলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস মুক্তির কার্যক্রম শুরু করে; পরবর্তীতে বিভিন্ন তারিখে নোট ভারবাল, কনস্যুলার অ্যাকসেস চাওয়া ও আইন সংস্থা (হামদান আল কাবি ল ফার্ম) নিযুক্ত করা হয় বন্দিদের আইনি প্রসেস চালানোর জন্য।

এছাড়া গত ২১ সেপ্টেম্বর আমিরাতের ন্যায়বিচার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়, এবং পররাষ্ট্রমন্ত্রণালয় বন্দিদের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর চেয়েছে—এসব কূটনৈতিক ও আইনি উদ্যোগ চলমান রয়েছে।

সম্প্রতি ঘটনায় কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ নামে একজন প্রবাসী মারা গেছেন—এটি ঘটনার মানবিক দিক থেকে এ প্রসঙ্গকে আরও গতিশীল করেছে এবং সরকারের তৎপরতা জোরদার করেছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিষয়টি সরাসরি তদারকি করছেন এবং সরকার আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে বাকি বন্দিরাও দেশে ফিরতে পারবেন।

আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য সরাসরি প্রধান উপদেষ্টার স্তরে চিঠি পাঠানো কূটনৈতিকভাবে একটি শক্তিশালী সঙ্কেত — এটি পূর্বের সফল আবেদন (৫৭ জনের ক্ষমা) এবং গত কয়েক মাসের কুটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

আইনি জটিলতা, কনস্যুলার অ্যাকসেস ও স্থানীয় আদালতের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও সরকারের উচ্চ পর্যায়ের উদ্যোগ প্রবাসী নাগরিকদের প্রতি এক ধরনের আশ্বস্ত বার্তা বহন করে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular