ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তি নির্ভর ডাটাবেজ তৈরীর উদ্যোগ সরকারের জন্য মাইল ফলক

বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তি নির্ভর ডাটাবেজ তৈরীর উদ্যোগ সরকারের জন্য মাইল ফলক

নিউজ ডেস্ক: বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তি নির্ভর ডাটাবেজ তৈরীর উদ্যোগ অন্তবর্তী সরকারের জন্য মাইল ফলক– উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে টেকনোলজির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের একটি সঠিক তালিকা এই প্রথম তৈরি করতে উদ্যোগ নিয়েছি । যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে ভাতা প্রাপ্তদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে একটি মাইলফলক পদক্ষেপ। বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তি নির্ভর ডাটাবেজ তৈরির উদ্যোগ অন্তবর্তী সরকারের জন্য একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি অনন্য মডেল হিসেবে দাঁড় করাতে চাই।

২৮ অক্টোবর মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা/তথ্যাদি হালনাগাদ কার্যক্রম( প্রথম পর্যায় )এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
সামাজিক নিরাপদ কর্মসূচির আওতায় ৮টি উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রম ( phase-1) এর উপর উন্মুক্ত আলোচনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের প্রফেসর ড. আবু ইউসুফ, বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক । জুম প্লাটফর্মে ৮ টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা অফিসারগণ এবং ভাতাভোগী আলোচনায় অংশ নেন ।
উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লক্ষ। এখন পর্যন্ত ৬১ লক্ষে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরনে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম কভার করা হবে।

উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, MIS( Management Information System) এ তথ্য হালনাগাদ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং PMT Score ( Proxy Means Test) এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। এছাড়াও পরবর্তী যাচাই ও হালনাগাদকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লেষ বিষয়ে ধারণা লাভ করা সম্ভবপর হবে। অধিকন্ত, পরবর্তীতে দেশব্যাপী সুবিধাভোগী যাচাই ও তথ্য হালনাগাদকরুন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপারিশ প্রণয়ন করা হবে, বিশেষত: বয়স্ক ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি সহজীকরণের জন্য করণীয় নির্ধারণ সম্ভবপর হবে।

পাইলটিং এর আওতাধীন উপজেলার নাম : বরিশাল জেলার- মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার- শ্যামনগর, সুনামগঞ্জ জেলার – তাহিরপুর ময়মনসিংহ জেলার-গৌরিপুর, রংপুর জেলার- তারাগঞ্জ, নওগাঁ জেলার- নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার- রামগড় এবং গাজীপুর জেলার- কাপাসিয়া।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular