ঢাকা  রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবাংলাদেশে আসছেন পাকিস্তানের আহাদ রাজা মীর

বাংলাদেশে আসছেন পাকিস্তানের আহাদ রাজা মীর

গেলো সেপ্টেম্বরেই বাংলাদেশ মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহাদ-এ-ওয়াফা-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ইয়াকীন কা সফর-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: আঙ্গান, ইয়ে দিল মেরা এবং সাম্প্রতিক হিট ড্রামা মীম সে মহব্বত। এছাড়া ধূপ কি দীওয়ার নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

ইয়াকীন কা সফর- করতে গিয়েই আহাদ রেজা মীরের পরিচয় হয় আরেক পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী সেজাল আলীর সঙ্গে, এরপর প্রেম। সেই প্রেমে সীলমহর দেন ২০১৯ সালে বিয়ের মধ্য দিয়ে। পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন সেজাল আলী ও আহাদ রেজা মীর।

তবে তাদের বিবাহিত জীবনের সফর বেশিদিন ছিল না। বিয়ের তিন বছরের মাথায় অর্থাৎ ২০২২ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন এই দুই তারকা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular