ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিজিবির চট্টগ্রাম-রামগড় সীমান্তে 'ছোট ফরিংগা বিওপি' উদ্বোধন

বিজিবির চট্টগ্রাম-রামগড় সীমান্তে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর) সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি
আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নবনির্মিত এবং ১২তম ‘ছোট ফরিংগা বিওপি’র শুভ উদ্বোধন করেন। বিওপি’র উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপন, সৈনিকদের সাথে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে ২৪/৭ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ০৫ কিঃ মিঃ এলাকা নিকটস্থ বিওপিসমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল। ফলে বিওপিসমূহের অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই ছোট ফরিংগাতে বিজিবির একটি বিওপিটি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব লাঘবের পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular