ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবিয়ের পর ছবি পোস্টে সমালোচনার মুখে শবনম ফারিয়া

বিয়ের পর ছবি পোস্টে সমালোচনার মুখে শবনম ফারিয়া

নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বর তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের পর শবনম ফারিয়া জানান, সময়ের প্রবাহ ও পরিবারের সিদ্ধান্তে এই পরিণয় ঘটে। তিনি বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল ছিল। নানা অভিজ্ঞতার পর ভেবেছিলাম, হয়তো এই অধ্যায় আর আসবে না। তবে হঠাৎই জীবনের নতুন অধ্যায় শুরু হলো।”

চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। এদিকে, বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন তিনি। সেখান থেকে পোস্ট করা একটি ছবিতে তাকে হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা যায়। সেই ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়— কেউ প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন।

ছবিটিতে ইতিমধ্যে ৫০ হাজারের বেশি রিয়েক্ট এবং পাঁচ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে। এ বিষয়ে শবনম ফারিয়া এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, “আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চাই।”

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular