ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর হামলা

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নেত্রকোনার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন অজ্ঞাতনামা যুবক আয়াসের গলায় ছুরি ধরে তাকে বাসস্ট্যান্ডের পেছনে নিয়ে যায়। সেখানে আরও ৮-১০ জন মিলে তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়াস জানান, “গত কয়েকদিন ধরে একটি পক্ষ আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। আজকের হামলাও সেই ধারাবাহিকতারই অংশ। আমাকে মারধরের পর ছুরিকাঘাত করা হয়েছে। আমি মনে করি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে ছুরিকাঘাত করা হয়নি, তবে কয়েকজন মিলে মারধর করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular