ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমসজিদের পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

মসজিদের পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ফারুয়া ইউনিয়নের উত্তর ফারুয়ার আনু মিয়া হাজি বাড়ীর মো. কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (০৭) তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (০৮) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (০৯)।

নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ও খালাতো বোন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে খেলতে খেলতে তিন শিশু বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন জানান, তিন শিশুই নিকটাত্মীয়। হাবীবা ও সুমাইয়া দুই বোন, আর জান্নাত তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। তিনি বলেন, ‘খেলতে গিয়ে একসঙ্গে তিন শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে যেখানে প্রতিদিন শিশুদের হাসি-খেলা লেগে থাকত, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular