ঢাকা  শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমালিবাগে বোরকা পরে ৫০০ ভরি সোনা চুরি

মালিবাগে বোরকা পরে ৫০০ ভরি সোনা চুরি

রাজধানীর মালিবাগে একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করে।

বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।

জুয়েলারি দোকানটির মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, চুরির ঘটনা শুনেছি, পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular