বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিটামইন উপজেলা সদরের বাজারে ২২ শে( অক্টোবর) বুধবার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ ও ডাক সুপার জাকির হোসেনের নেতৃত্বে মিটামইন থানা পুলিশ এর সহায়তায় ৩ টি ওষুধ দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় কর্মকর্তারা এ সকল ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিভিন্ন বিক্রির নিষিদ্ধ সেম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ কসমেটিক আইন ২০২৩ অনুযায়ী ৩ টি ফার্মেসী কে প্রত্যক কে যথাক্রমে ৫হাজার,৬ হাজার ও ৪ হাজার ৫০০ টাকা সহ মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফার্মেসীর মালিকরা হলেন, স্টার মেডিকেল হল , ইসলাম মেডিকেল হল, পান্না মেডিকেল হল। তাদেরকে জরিমানা আদায়ের পর কর্মকর্তাগণ ভবিষ্যতে এ ধরনের ব্যবসা না করার পরামর্শ দেন। অভিযান অব্যাহত থাকবে।




