ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমিরপুর শিয়ালবাড়িতে পোশাক কারখানা–কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, উদ্ধারকাজে বিজিবি যোগদান

মিরপুর শিয়ালবাড়িতে পোশাক কারখানা–কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, উদ্ধারকাজে বিজিবি যোগদান

নিউজ ডেস্ক : ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর — রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পার্শ্ববর্তী কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; উদ্ধার ও নিভানে যোগ দিয়েছে বিজিবি। বিজিবি সদর দফতের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে (১১:৩০) ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রথমদিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিচালনা শুরু করলে পরিস্থিতি নজরদারিতে রাখতে ইউনিটের সংখ্যা বাড়িয়ে বিকাল ৪টার মধ্যে মোট ১২টি ইউনিট করা হয়।

অভিযানকালে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে; নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া দগ্ধ অবস্থায় অন্তত ৮ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতলে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা দাবি করেন, অগ্নিকাণ্ডের তীব্রতা ও ঘটনাস্থলে থাকা রাসায়নিক পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ অনেকাংশে কঠিন হয়েছে। তদবির চলছে—অতিরিক্ত সুরক্ষা সরঞ্জাম ও রাসায়নিক নিষ্পত্তির বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

বিজিবি, ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে উদ্ধার এবং নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে; তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular