ঢাকা  শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু

মতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু

নিউজ ডেস্ক :    রাজধানীর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল সন্ধ্যা শুরু হয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল–শাহবাগ–মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল পুনরায় শুরু করেছে।

এর আগে সকাল থেকে মধ্যাহ্ন পর্বে মেট্রোরেলে বড় ধরনের অঘটন ঘটায় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। দুপুরে ফার্মগেট এলাকায় একটি পিলারের বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যু ঘটে; নিহতের নাম বলা হয়েছে আবুল কালাম (বয়স আনুমানিক ৩৫)। ওই ঘটনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

দুপুরে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা–আগারগাঁও সেকশনে মেট্রো সেবা দুপুর ২টা ৫৮ মিনিট (কিছু রিপোর্টে গ্রহণযোগ্য প্রতিবেদনে ৩টা হিসেবে নির্দেশ করা হয়েছে) থেকে পুনরায় চালু করা হয়; এরপর সন্ধ্যায় মতিঝিল–শাহবাগ সেকশনটিও পুনরায় খোলা হয়েছে। তবে শাহবাগ থেকে আগারগাঁও রুট পর্যন্ত এখনো মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎক্ষণিক পরবর্তী নির্দেশনা ও নিরাপত্তা নিরীক্ষার ফলের ভিত্তিতে সার্ভিস সম্প্রসারণ করবে বলেছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সকল স্টেশন ও ট্রেন পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় টেকনিক্যাল ইন্সপেকশন সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু সেকশনে সেবা সীমিত রাখা হবে—প্রয়োজন হলে আরও আপডেট দেয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও প্রযোজনা স্তরে তদন্ত শুরু হয়েছে।

দুপুর – ১২:৩০ ঘটিকায় ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু; ট্রেন চলাচল বন্ধ।

দুপুর – ৩:০০ মিনিট থেকে উত্তরা–আগারগাঁও–উত্তরা সেকশন চালু।

সন্ধ্যা – ৭:১৫ মিনিট থেকে মতিঝিল–শাহবাগ–মতিঝিল রুটে সেবা পুনরায় শুরু; শাহবাগ–আগারগাঁও সেকশন বন্ধ রয়য়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular